লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, সিলেটের পাওয়ার গ্রীড স্টেশনে আর একটু পানি বাড়লেই বন্ধ হয়ে যাবে গ্রীড স্টেশন। বানের পানিতে ভেসে বেড়াচ্ছে ঘরবাড়ি সহায় সম্বল। নিরাপদ পানির উৎস টিউবওয়েল ডুবে গেছে পানিতে। একতলা ঘর সব কোমর সমান পানিতে ডুবে গেছে অলরেডি। কোথাও কোথাও পুরো একতলা ঘরই ডুবে গেছে। যেখানে একসময় বাজার বসতো, সেখানে এখন দেখলে মনে হয় যেন কিছুই ছিলো না এখানে, আছে কেবল পানি আর পানি।
হুট করে আসা এই ঢলে কেউ কিছু করতে পারেনি, না খাবার, না নিরাপদ জায়গায় সরে দাঁড়ানো।
নিত্য নৈমিত্তিক আয়োজন তো পরে, বেঁচে থাকার রসদ ও নাই বেধিরভাগ মানু্ষের কাছে।
বলছিলাম সিলেট জুড়ে ঘটতে থাকা অনাকাঙ্ক্ষিত ও ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা।
এমন মানবিক বিপর্যয়ে আপনাদের সাথে নিয়ে আমরা পাশে দাঁড়াতে চাই এই ভয়াবহ বিপদগ্রস্ত মানুষগুলোর। আমরা, Lighter Youth Foundation একটি রেজিস্টার্ড ভলান্টারি অর্গানাইজেশন (রেজিঃ নং S-12550/2017)। এ পর্যন্ত আমরা আমাদের সাধ্যানুযায়ী দেশের জন্য, সমাজের জন্য, অসহায় হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বিগত সময়ে বিভিন্ন বন্যায় আমরা আপনাদের সহযোগিতায় ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছে গিয়েছি এমন সব বন্যার্ত এলাকায়, যেখানে কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি।
এবারের বন্যায় হাওর বেষ্টিত হতদরিদ্র পরিবার গুলোর কাছে দ্রুত ত্রাণ পৌঁছানো ভীষণ জরুরী। বন্যার্ত অসহায় মানুষগুলোর কয়েকবেলার আহারের ব্যবস্থা করার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগে পাশে দাঁড়ানোর অনুরোধ করছি আপনাদের।
প্রতিদিনের প্রাপ্ত টাকার হিসেব ইভেন্টে দেওয়া হবে ডক আকারে। হাতে হাতে কেউ টাকা পৌঁছে দিলে তাকে ভাউচারও দেওয়া হবে।
আমাদের ইভেন্টের ব্যাপারে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুনঃ 01912131977 এই নাম্বারে।
কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চাই এই বিপদে, তাদের সাহস যেন না হারায়।
তারা হেরে গেলে, হেরে যাবে বাংলাদেশ।
#আলো_আসবেই
আর্থিক সহায়তা প্রদানের জন্যঃ
01521221777 (Arifah)
01911767615 (Sajjad)
01918032848 (Afzal)
01820981846 (Roky)
018209818460 (Roky)
019180328480 (Afzal)
01918032848 (Afzal)
01632639308 (Sani)
01610767615(Sajjad)
SAGAR SHARMA ROKY
133.151.0197455
Dutch Bangla Bank Limited
Muradpur Branch, Chattogram.
#আলো_আসবেই