মিশন নীলফামারী (প্রস্তাবিত মিশন মডেল ভিলেজের প্রাথমিক পদক্ষেপ)
২০১৬ সাল, প্রস্তাবিত মিশন মডেল ভিলেজের গ্রাউন্ডওয়ার্কের জন্য তিস্তার পাড়ের নীলফামারীর প্রত্যন্ত অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের সিদ্ধান্ত নেয় লাইটার ইয়ূথ ফাউন্ডেশন। সার্ভে করে ৪০ টি পরিবারকে এই সাহায্য দেওয়া হয়। প্রাইমারি একটি তালিকা করে আমরা বাড়ি বাড়ি গিয়েছি, তাঁদের কি ধরণের সহযোগিতা প্রয়োজন, সেসব জানতে চেয়েছি এবং শেষ পর্যন্ত তাদের চাহিদা অনুযায়ী পশ্চিমগোলমুণ্ডা, চৈতনের ঘাট এবং বানপাড়ার ৩৭টি পরিবারকে দেই গরু, ২টি পরিবারকে মুদি দোকান এবং ১টি পরিবারকে ক্ষুদ্র কুটির ব্যবসার জন্য মূলধন। সাহায্য করার উদ্দেশ্যটা সুদূরপ্রসারী, আগামী বছরের বন্যায় যেন তাঁদের আর কারো সাহায্যের আশায় বসে থাকতে না হয়, সেটিই নিশ্চিত করতে চেয়েছি আমরা। এই গ্রাউন্ডওয়ার্ক এর নাম ছিল #মিশন_নীলফামারী।
এসব সাহায্যেই যে তাদের জন্য পর্যাপ্ত তা কিন্তু নয়। এরকম হতদরিদ্র মানুষদের জীবনে ঘুরে দাঁড়াবার জন্য একটু সাহসের প্রয়োজন, প্রয়োজন একটুখানি অনুপ্রেরণা।